Recipe of Black Masala Tea In Bangali
মাসালা টি মনে গলা ব্যাথা, সর্দি কাশি, হালকা জ্বর আমি বলি না ব্ল্যাক মাসালা টি হোল একটি খুব জনপ্রিয় অনেক মানুষ এই টি খেতে খুব পছন্দ করে। আজ আমি এমনি একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো যা হয়তো কোন দিন আপনারা ট্রাই করেননি।
ব্ল্যাক মাসালা টি বানানোর যাবতীয় জিনিস পত্র
১. দু কাফ জল
২. হাফ চা চামচ চাপাতা
৩. আন্দাজ মতো চিনি
৪. এক চিমটি লবন
৫. লেবুর রস হাফ চা চামচ
৬. ব্ল্যাক পেপার পাউডার হাঁফ ছোট চামচ
৭. আদা একটু কুচন
৮. তিন থেকে চারটি তুলসী পাতা
৯. এক চা চামচ জল জিরা পাউডার
কি করে বানাবেন
মাসালা টি মনে গলা ব্যাথা, সর্দি কাশি, হালকা জ্বর আমি বলি না ব্ল্যাক মাসালা টি হোল একটি খুব জনপ্রিয় অনেক মানুষ এই টি খেতে খুব পছন্দ করে। আজ আমি এমনি একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো যা হয়তো কোন দিন আপনারা ট্রাই করেননি।
ব্ল্যাক মাসালা টি বানানোর যাবতীয় জিনিস পত্র
১. দু কাফ জল
২. হাফ চা চামচ চাপাতা
৩. আন্দাজ মতো চিনি
৪. এক চিমটি লবন
৫. লেবুর রস হাফ চা চামচ
৬. ব্ল্যাক পেপার পাউডার হাঁফ ছোট চামচ
৭. আদা একটু কুচন
৮. তিন থেকে চারটি তুলসী পাতা
৯. এক চা চামচ জল জিরা পাউডার
কি করে বানাবেন
প্রথমে চায়ের পাত্রে দুকাফ জল নিন, জল গরম হলে চাপাতা, চিনি, লেবুর রস, আদা, তুলসী পাতা, ব্ল্যাক পেপার পাউডার এবং এক চিমটি লাবন দিয়ে ভাল করে ফুটিয়ে নিন তারপর কাফে এক চামচ করে জলজিরা পাউডার দিয়ে চা ছেকে নিন এবং একটু নড়ে দিয়ে পরিবেশন করুন। দেখবেন ভালো লাগবে আর কোনোরকম শারীরিক ক্ষতি হবেনা বরং উপকার হবে।
0 Comments:
Post a Comment